ট্রাইকো-কম্পোস্ট
ট্রাইকো-কম্পোস্ট হল এক ধরনের জৈব সার যা ট্রাইকোডার্মা
নামক উপকারী ছত্রাকের সহায়তায় তৈরি করা হয় । বিভিন্ন জৈব উপাদানের
সাথে ট্রাইকোডার্মা মিশ্রিত করে
বিশেষ প্রক্রিয়ায় ৪০- ৪৫ দিন রেখে পচন প্রক্রিয়ার মাধ্যমে যে কম্পোস্ট তৈরি করা হয়
তাই ট্রাইকো-কম্পোস্ট।
উপকারিতা ঃ
·
এটি ব্যাবহারে মাটির
উর্বরতা বেড়ে যায় ।
·
মাটিতে পানির ধারন
ক্ষমতা বাড়ায় ।
·
মাটির গঠন উন্নত করে
‘।
·
মাটির পি এইচ ঠিক
রাখে ।
· ট্রাইকো কম্পোস্ট প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং এটির ব্যবহার পদ্ধতি সহজ।
· এটির ব্যবহারে সবজি, ফুল-ফল ইত্যাদি ফসলে ফলন বাড়ে।
ট্রাইকো-কম্পোস্ট
তৈরির উপকরণ সমূহ ঃ
ট্রাইকোডার্মা, গ্যাস মুক্ত গোবর , হাঁস-মুরগির বিষ্ঠা ,
কচুরিপানা , নিম পাতা, কাঠের গুড়ো , ভুট্টা ভাঙা , ছাই , চিটা গুড় ইত্যাদি ।
পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের কৃষির বর্তমান বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যতিরেকে জমির উর্বরতা বৃদ্ধি করে ফসলের উৎপাদন বৃদ্ধি করা। তাই, কৃষক পর্যায়ে ট্রাইকোডার্মা ও ট্রাইকো-কম্পোস্ট বা জৈব সার এর উপকারিতা, উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ ও সচেনতা বৃদ্ধির কার্যক্রমের আরো বিস্তার ঘটাতে হবে। উন্নত দেশের ন্যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, থাইল্যান্ড, মালোয়েশিয়া ও ফিলিপাইনে ট্রাইকোডার্মা ও ট্রাইকো-কম্পোস্ট এর ব্যাপক ব্যবহার হচ্ছে। যা আমাদের দেশেও বিশেষ প্রয়োজন। কেননা ট্রাইকো কম্পোস্ট সার প্রয়োগে একদিকে যেমন ফসলের উৎপাদন সন্তোষজনকভাবে বাড়ে অন্যদিকে মাটির উর্বরতা ঠিক থাকে এবং রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানো যায়।
লগইন করুন Or নিবন্ধন করুনবিক্রেতার কাছে আপনার প্রশ্ন জমা দিতে
কেউ এখনো বিক্রেতাদের জিজ্ঞাসা করিনি