শীর্ষস্থানীয়
কম্পোস্ট এর মধ্যে একটি বনশ্রী ভার্মি কম্পোস্ট
Vermi
Compost
কেঁচো কম্পোস্ট একটি জৈব সার
যা জমির উর্বরতা বাড়াতে
ব্যবহার করা হয় ।
১ মাসের বাসী গোবর খেয়ে
কেঁচো মল ত্যাগ করে
এবং এর সাথে কেঁচোর
দেহ থেকে রাসায়নিক পদার্থ
বের হয়ে যে সার
তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি
সহজ একটি পদ্ধতি ১
মাসের বাসী গোবর দিয়ে
ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি
করা হয়।
ভার্মি
কম্পোস্ট এর মান বৃদ্ধি
করতে
কেঁচোর খাদ্য হিসাবে গোবর, পচা জৈব পদার্থ ছাড়াও হাড়ের গুঁড়াও দেওয়া
হয় ।
যেকোন ধরনের মাটি ও কোকো পিট এর সাথে ব্যাবহার করা যায়।
এটি সম্পূর্ন অরগানিক, পরিবেশ বান্ধব এবং গন্ধ বিহিন।
কেঁচো সারে কোন জীবিতকেঁচো থাকে না ।
আমাদের সার আমাদের নিজেদের ফার্মে উৎপাদিত ।
কেঁচো
সার বা ভার্মি কম্পোস্ট সার কোথায় ব্যবহার করবেন
সকল
প্রকারের শাক সবজি ক্ষেতে
ভার্মি কম্পোস্ট ব্যবহার করে শাক সবজির
ফলন বাড়ানো যায়। ধান, গম,
পাটসহ বিভিন্ন ফলবাগানে এই সার ব্যবহার
করে ভাল ফলন পাওয়া
যায়। এই সার ব্যবহারের
ফলে জমির উর্বরতা শক্তি
বাড়ে মাটিতে বায়ুচলাচল বৃদ্ধি পায়। মাটির পানি
ধারণ ক্ষমতা বাড়ে, মাটির বিষাক্ততা দূরীভূত হয়। মাটির অনুজৈবিক
কার্যাবলী বৃদ্ধি পায় ফলে মাটি
হতে গাছ্র পুষ্টি পরিশোধন ক্ষমতা বেড়ে যায়। এই
সার ব্যবহার করলে রাসায়নিক সার
মাত্রার ১/২ অংশ
ব্যবহার করলেই চলে। ধানের জমিতে
বিঘাপ্রতি ৫০ কেজি ভার্মি
কম্পোস্ট ব্যবহার করে অর্ধেক ফলন
পাওয়া যায়। এই সার
পুকুরে ব্যবহার করে ফাইটোপ্লাংকটন উৎপাদন
ত্বরান্বিত করে মাছের উৎপাদন
বাড়ানো যায়।
উপকারিতা
লগইন করুন Or নিবন্ধন করুনবিক্রেতার কাছে আপনার প্রশ্ন জমা দিতে
কেউ এখনো বিক্রেতাদের জিজ্ঞাসা করিনি